ওবামা, তোমার শান্তিতে নোবেল প্রাপ্তি
আমাকে একটুও বিচলিত করে না ।
আফগানিস্থানের বারুদের গন্ধ,
তোমার শান্তিবাহিনীর ব্রাশফায়ারে
ঝাঁঝরা বুকের খন্ডিত পিন্ড
কিংবা বেসামরিক আফগানিদের
অসংখ্য পর্বতমালায় বাধাপ্রাপ্ত
রক্তের স্রোতধারা,
অসলোর ঐ বন্ধ কক্ষ পর্যন্ত পেৌছায় না।
তাই, তোমার শান্তিতে নোবেল প্রাপ্তি
আমাকে বিচলিত করে না।
গুয়েনতোনামা বে কারাগারের অন্ধকুঠুরীর
তেজোদীপ্ত যুবকের তারুণ্য নষ্ট হওয়ার কষ্ট,
মদ্যপ সৈনিকের বন্দী যুবকের নগ্নদেহে
বেয়োনেটের খোঁচার আত্মচিৎকারের জবাবে
তোমার সৈনিকদের আনন্দোল্লাসের শব্দ
অসলোর ঐ বন্ধ কক্ষ পর্যন্ত পেৌছায় না।
তাই, তোমার শান্তিতে নোবেল প্রাপ্তি
আমাকে বিচলিত করে না।
ইরাকে শান্তি রক্ষায় নিয়োজিত
তোমার ক্লান্ত সৈনিকগুলোর
দীর্ঘদিনের জৈবিক ক্ষুধার বিষ্পোরণে
সন্তানের সম্মুখে মায়ের সম্ভ্রমহানির আত্মচিৎকার
কিংবা হাতের নিশানা অনুশীলনের বাহানায়
বন্দুকের ট্রিগার চেপে নিরীহ ইরাকীদের
বুক এফোঁড়-ওফোঁড় করার জয়োল্লাস--
অসলোর ঐ বন্ধ কক্ষ পর্যন্ত পেৌছায় না।
তাই, তোমার শান্তিতে নোবেল প্রাপ্তি
আমাকে বিচলিত করে না।
তাই, অনেকের কন্ঠে কন্ঠ মিলিয়ে
আমিও বলি----- ওঁম শান্তি, ওঁম শান্তি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন